অ্যান্ড্রয়েডের
স্মার্টফোনগুলো’তে প্রায় সবাই Internet ব্যবহার করে থাকেন। আর এটা সবারই জানা ইন্টারনেট চালালে তা
র্যামের উপর প্রভাব বিস্তার করে। ফলে স্মার্টফোনটি তার প্রকৃত গতিতে আর চলতে পারে
না। এজন্য কি নতুন আরেকটি ফোন নিতে হবে? না, তার আর দরকার কি? যদি Ccleaner- এর মতো একটি অ্যাপ থাকে। Ccleaner চেনে না এমন পিসি
ব্যবহারকারী পাওয়াও মুশকিল!
1. রয়েছে Real-Time
performance দেখার সুবিধা,
2.
কোন অ্যাপ ইতোমধ্যেই ইনস্টল করেছেন আর কোনটি দরকার নেই সেজন্য সহজ আনইনস্টল সুবিধা!
3. সিস্টেমের কোন
কোন অ্যাপ আছে, তা দেখাবে,
4. চমৎকার Settings
মেন্যু,
5.
আপনার ফোনটিতে কতটুকু Storage আছে, কতটুকু Ram- এ কতটুকু জায়গা ফ্রি আছে, তা দেখাবে,
Size;- 4.8mb
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন