বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

মেয়েরা জেনে নিন আপনাদের যে ১৫ ধরণের ছেলেদের এড়িয়ে যাওয়া উচিত !

ছেলেরা Don't Mind :)

মেয়ে হিসেবে অনেক ছেলেই আপনাকে পছন্দ করতে পারে। কিন্তু তাদের মধ্যে সবাইকে কিন্তু আপনার কাছে ভিড়তে দিবেন না। বিশেষ করে এ লেখায় দেওয়া ১৫ ধরনের পুরুষকে আপনার কাছে ঘেঁষতে দিবেন না যে কোনো মূল্যে।
১. খারাপ ছেলে
কিছু পুরুষ আছে যাদের সত্যিই খারাপ বলে মনে হয়। যাদের অনেকেরই থাকতে পারে অনেকগুলো খারাপ গুণের সমষ্টি। তাদের রাগ বেশি হতে পারে, আবার থাকতে পারে আরো কিছু দোষ। কিন্তু তারুণ্যের আকর্ষণের ফলে অনেক মেয়েই তাদের দিকে আকর্ষিত হয়, যে আকর্ষণ আবার মিলিয়ে যেতে পারে দ্রুত। খারাপ ছেলেরা আপনার হৃদয় ভেঙে দিতে পারে দ্রুত। এ কারণে এমন ধরনের পুরুষকে এড়িয়ে চলাই ভালো।
২. উদ্যমহীন
কোনোকিছুতেই কোনো উদ্যম পায় না, এমন কিছু ছেলে থাকে। তারা যেমন কোনো শখ, দক্ষতা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে না তেমন কোনো কিছুতেই কোনো কাজ করতে আগ্রহ পায় না। নিজের ঘরের বাইরের কোনো কাজের বদলে তারা অনেকেই ভিডিও গেইম ও টিভি নিয়ে ব্যস্ত থাকে। এমন ছেলেদের ভালো লাগলেও তাদের থেকে দূরে থাকতে হবে। কারণ তারা আলসেমির কারণে সবকিছু ভণ্ডুল করে দিতে পারে।
৩. কাজ পাগল
কাজের ক্ষেত্রে যারা অতিরিক্ত পাগল, এমন কিছু ছেলেদেরও দেখা পাওয়া যায়। এরা সবসময় কাজকে জানপ্রাণ দিয়ে ভালোবাসে অতিরিক্ত কাজ করে বাহবা পেতে চায়। ফলে পরিবারের প্রতি কোনো নজর থাকে না তাদের। ফলে বাইরের পৃথিবীর সবকিছু গুরুত্বপূর্ণ হলেও পরিবার এদের কাছে থাকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে। বাস্তবে এ ধরনের ছেলেদের হাতে অনেক টাকা আসার সম্ভাবনা থাকলেও এদের এড়িয়ে চলাই ভালো।
৪. যে আপনার পুরনো প্রেমিককে মনে করিয়ে দেন
আপনি এমন কোনো ছেলের দেখা পেতে পারেন, যার আচার-আচরণ, কথাবার্তা, পছন্দ বা অন্য কোনো বিষয় আপনার পুরনো প্রেমিকের কথা মনে করিয়ে দেয়। এটা হয়তো সেই ছেলের কোনো দোষ নয়। কিন্তু তার পরেও আপনার সে ধরনের ছেলেদের এড়িয়ে চলাই ভালো।
৫. মায়ের সুবোধ সন্তান
অনেক মেয়ের জন্যই পরিবারসচেতন ছেলে ভালো হতে পারে। কিন্তু আপনার সঙ্গী যদি সবসময় সব বিষয়ে তার মায়ের অনুমতি নিতে চায় তাহলে সেটা সত্যিই উদ্বেগজনক। আর এ ধরনের কোনো ছেলের প্রেমে পড়লে বুঝতে পারবেন যে, আপনি মায়ের সুবোধ সন্তানের পাল্লায় পড়েছেন। এ ধরনের ছেলেরা তাদের জন্য সঙ্গী খুঁজে না। তারা এমন একজন মেয়ে খুঁজে যে রান্না করবে, পরিষ্কার করবে এবং সবকিছু তার মাকে পরিবেশন করবে।
৬. বন্ধুপ্রাণ পুরুষ
খেলাধুলা, তাস, পানাহার ইত্যাদি নিয়ে সারাক্ষণ বন্ধুদের সঙ্গে মেতে থাকে এমন কিছু ছেলে রয়েছে। তারা শুধু তাদের বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকে। এমন ছেলেদের এড়িয়ে চলাই ভালো।
৭. প্রতারক
অনেক ছেলে আছে যাদের অভ্যাস প্রতারণা করা। তাদের প্রতারণার হাত থেকে বাঁচতে পারেনা তাদের প্রেমিকা বা স্ত্রীও। এ ধরনের পুরুষকে চিনতে পারলে তাদের থেকে যতো দূরে থাকা যায় ততো ভালো।
৮. স্বেচ্ছায় গরিব
অর্থ সবকিছু নয়। তার পরেও বেঁচে থাকার জন্য প্রয়োজন অর্থ। আর আপনি যদি এমন কোনো পুরুষের দেখা পান, যার অর্থ উপার্জনে কোনো আগ্রহই নেই, তাহলে তাকে এড়িয়ে চলাই ভালো।
৯. ক্লাব ও চায়ের দোকানের ছেলে
অনেক ছেলে আছে যাদের সবসময় পাওয়া যাবে কোনো না কোনো ক্লাবে বা চায়ের দোকানে। সে হতে পারে হট ও সুইট ছেলে। তার কথাবার্তাও হতে পারে মন ভুলানো। তার পরেও আপনার নিজের স্বার্থে এমন ছেলের সঙ্গ ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। কারণ এমন ছেলেদের আপনি ঘরে ফেরাতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই। এমন অনেক পুরুষকে ৫০ বছর বা তারও বেশি বয়স পর্যন্ত সারাক্ষণ ক্লাব বা চায়ের দোকানেই পাওয়া যায়।
১০. কর্তৃত্বপরায়নgirl love
আপনার চাহিদামতো সে কথা বলতে পারে, পছন্দমতো গান গাইতে পারে কিংবা আরো অনেক মন ভুলানো বিষয় করতে পারে। সে প্রতারকও নয়। কিন্তু তার পাশাপাশি সে সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। সে আপনাকে বলবে কোন কাপড় পরতে হবে, কিভাবে চুল বাঁধতে হবে, আপনাকে কার মতো দেখতে হতে হবে, কিংবা কোন জিনিসটা পছন্দ করতে হবে। তার মতের বিরুদ্ধে কোনোকিছুই করা যাবে না। এমন ধরনের ছেলেরা হলো কর্তৃত্বপরায়ন। এরা নিজেদের পছন্দ অনুযায়ী সবকিছু দেখতে চায়। আর আপনি যদি নিজের মতামত ও পছন্দ অনুযায়ী চলতে চান আর বাড়িতে কোনো বসকে আনতে না চান, তাহলে এ ধরনের ছেলেদের এড়িয়ে চলাই উত্তম।
১১. গোপনীয় চরিত্র
আপনি যদি এমন কোনো ছেলের দেখা পান, যে ভালো পরিচয়ের পরেও নিজের সম্বন্ধে কোনোকিছু প্রকাশ করে না তারা এ ধরনের। আপনার যদি মনে হয় সে তার ইতিহাস সম্বন্ধে সবকিছু গোপন করে যাচ্ছে তাহলে তাকে এড়িয়ে যাওয়াই ভালো।
১২. যে আপনার পরিবার পছন্দ করে না
আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে যে দেখা করতে চায় না কিংবা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। পরিবারকে যে ঘৃণা করে এবং এ সম্পর্কে বাজে মন্তব্য করে এমন ধরনের পুরুষকে এড়িয়ে চলাই ভালো।
১৩. দিবাস্বপ্ন দেখা ছেলে
যারা সবসময়ই ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, তারা এ ধরনের। স্বপ্ন দেখা ভালো কিন্তু একেবারেই অবাস্তব স্বপ্ন দেখা ভালো নয়। এমন পুরুষদের এড়িয়ে চলাই ভালো।
১৪. ডায়েট মাস্টার
যারা খাবারের ভালোমন্দ মুখস্ত রাখে এবং সবসময় সেসব বাস্তব জীবনে প্রয়োগ করে তারা এ শ্রেণীর। এরা আপনাকে মজার মজার খাবার খেতে নিষেধ করে দেবে, তার বদলে নিয়ে আসবে বিস্বাদ খাবার। অনেকে আবার ওজন নিয়ে এতোই সচেতন যে আপনার খাওয়াই কমিয়ে দিতে হবে। এমন পুরুষরা আচরণ পরিবর্তন না করলে তাদের এড়িয়ে চলাই ভালো।
১৫. মনযোগ আকর্ষণকারী
কিছু ছেলে আছে যারা সবসময় সবার মনযোগ আকর্ষণ করতে চায়। তারা অন্যের কথার মাঝে কথা বলা শুরু করে এবং নিজের উপস্থিতি জানান দেয়। এরা অন্যকে কথা বলতে সুযোগ দেয় না, বরং নিজেরাই সবকিছু বলতে থাকে। অপ্রয়োজনীয় কথাবার্তা ও জোকস সবাইকে শোনানোর চেষ্টা করে এরা। তবে এ ধরনের মানুষেরা শীঘ্রই অন্যকে বিরক্ত করে ফেলে। এ কারণে এদের থেকে দূরে থাকাই ভালো।

কোন মন্তব্য নেই: