বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

Save You Phone Battery Life,


যেভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারী এর চার্জ ধরে রাখবেন!
আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন এর একটি খারাপ জিনিস যে চার্জ বেশি থাকে না, কয়েক ঘন্টা পরেই মোবাইলে চার্জ চলে যায়, তাই আজ কিভাবে চার্জ বাঁচানো যায় তার ছোট কয়েকটি টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।
১। নতুন মোবাইল কিনে কম পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন।
২। খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন ব্যবহার করবেন না। ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ ফুরায়।
৩। আপনার অ্যান্ড্রয়েড সেট এ কখনো দির্ঘ সময় ধরে গেম খেলবেন না এতে ব্যাটারিতে অনেক চাপ পরে আর দ্রুত চার্জ শেষ হয়ে যায়।
৪। ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিন।
৫। মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন কারণ অ্যান্ড্রয়েড সেট এর সব থেকে বেশি চার্জ খায় তার Screen তাই আপনি সব সময় আপনার অ্যান্ড্রয়েড সেটের Brightness একদম Low করে রাখবেন। বিশেষ করে দিনের বেলা কারণ দিনের বেলা আপনি এমনিতেই দেখতে পারবেন।
৬। অতিরিক্ত চার্জ ব্যাটারীরর জন্য ক্ষতিকর।
৭। সব সময় সেটের অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
৮। আর যেগুলো Apps আপনার দরকার নেই সে Apps গুলো কে Force Stop করে রাখুন, এতে করে যে Apps আপনার দরকার নেই সেগুলোর চার্জ যাবে না।
৯। খুব বেশী দরকার না হলে ফোন রির্স্টাট করবেন না।
১০। অকারণে ব্লু-টুথ অন করে রাখবেন না।
১১। চার্জ ফুল দেখালে সাথে সাথে মোবাইল চার্জ থেকে খুলে ফেলুন ।
১২। চার্জ দিয়ে মোবাইল টিপাটিপি করা থেকে বিরত থাকুন ।
১৩। নেটওয়ার্ক সিগন্যাল বারবার সার্চ করলেও বেশি ব্যাটারি ক্ষয়। সুতরাং এটি থেকে বিরত থাকুন।
১৪। চার্জ থেকে খুলার জন্য আগে সকেট থেকে চার্জার খুলবেন তারপর মোবাইলের কেব্‌ল খুলবেন ।
১৫। চার্জের সময় মোবাইল অফ রাখা ভাল ( বিশেষ করে নতুন মোবাইলের জন্য ) ।
১৬। ব্যাটারির আয়ু ১৫-৩০% থাকলে চার্জ দিবেন এর আগেও না পরেও না ।
১৭। লম্বা সময় ধরে চার্জার লাগিয়ে রাখবেন না । আমারা অনেকেই রাতে ঘুমানোর সময় চার্জে দিয়ে ঘুমাই, এতে করে ফুল চার্জ হওয়ার পরও অনেক্ষন চার্জার কানেক্ট থাকে । এ অভ্যাস ত্যাগ করুন, না হলে ব্যাটারীর ক্ষতি হবে ।
১৮। Wallpaper যদি Animated বা Motion ওরিয়েন্টেড হয় তাহলে তা ডিজেবল করে রাখুন।
১৯। ভিডিও রিংটোন ব্যবহার না করে অডিও রিংটোন ব্যবহার করুন ।
২০। Screensaver এ অ্যানিমেশন ব্যবহার না করে সাধারণ ছবি ব্যবহার করুন ।
২১। মোবাইলের Light time-out এ সময় কমিয়ে ১০ সেকেন্ড করে দিন ।

কোন মন্তব্য নেই: