প্রিয় ভাই ও বোনেরা,
নকল ফোন কেনা হতে সাবধান হোন,
বর্তমানে বাংলাদেশের বাজারে
ক্লোন/মাস্টার কপি ফোনে সয়লাব, বাদ যায়নি নাম করা কোনো ব্র্যান্ড, Samsung, Apple, HTC, Sony, ইত্যাদি নকল ফোনের কারনে এখন আসল ফোন চেনা দায়। অনেকে কম মূল্যে এসব ক্লোন
সেট কিনে প্রতারিত হচ্ছেন। কেন কষ্টের টাকার অপচয় করে ক্লোন সেট কিনবেন। কিনলে আসল
সেট কিনুন সেটা যেকোনো ব্র্যান্ডেরই হোক,
.
তাই আজ ASB বাংলাদেশের
পক্ষ থেকে সকলের অবগতির জন্য এই পোস্টটি করলাম,
Phone যে
ব্র্যান্ডেরই কিনুন না কেন কিছু বিষয় মাথায় রাখবেন ::
1)
সেটের দাম সম্পর্কে জেনে
নিন, যদি অরিজিনাল দাম থেকে বিশাল তফাৎ হয় তাহলে বিরত থাকুন,
যেমন Samsung Galaxy S6 এর মূল্য ৪৭৫০০ টাকা কিন্তু যদি ১২০০০ টাকা হয় J
2)
সেটের IMEI চেক করে
নিন, IMEI চেক করতে *#06# ডায়াল করুন,
সেট যদি নকল হয়
তাহলে এই কোড কাজ করবেনা,
3)
এবার IMEI টি
অনলাইনে চেক করে নিন, চেক করতে IMEI.check
এ যান, এখানে আপনি আপনার সেট ও মডেল সম্পর্কে বিস্তারিত জানতে
পারবেন।
কেন কিনা উচিৎ না—
warranty থাকুক
বা না থাকুক, দাম যদি খুব কমও পান, এই
ধরনের ফোন কেনার থেকে সাবধান। দেশের এমন কোন জায়গা নাই যেখানে এই নকল সেট পাবেন
না। সকলে এখন সস্তা খোজে! এগুলো নকল ফোন তাই কোন সমস্যা দেখা দিলে রিপেয়ার করা খুবই কষ্টের। তাছাড়া এর
ক্যামেরা ভালো না এবং চার্জ তো কথাই নেই চাঁদে ঘুরে আসা যায় মার্কা, LOL J, তাছাড়া সেটের RAM বলা হবে ২
জিবি কিন্তু পাবেন ৫১২ এমবি, Camera লিখা থাকবে 13
Mega Pixel পাবেন মাত্র ২/৩ মেগা পিক্সেল। অনেক সফটওয়্যার সাপোর্ট
করবেনা। বড় ধরনের গেমস খেলতে পারবেন না। আরো অনেক কিছু.........
Samsung J7 Clone |
কেসিং খুব পাতলা |
Samsung J7 Clone |
জঘ্নয ক্যামেরা |
ছবির Contras & Brightness বেশি এবং লাল |
IMEI থাকতেও পারে, কিন্তু তা নকল |
#নকল স্যামসাং ফোন
চিনবেন যেভাবে
1)
পর্দার চারপাশে একটি কালো
আকৃতির খালি অংশ থাকে।
2)
আসল স্মার্টফোনের হোম
বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না
করলে বোঝা যায় না।
3)
নকল ফোনে স্যামসাংয়ের
লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।
4)
নকল স্মার্টফোনের প্যাকেটের
সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল
ফোনের সঙ্গে থাকে না।
5)
ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ
করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’
করে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে
এটি কখনোই আসবে না।
6)
আসল ফোনে *#১২৩৪#
চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল
নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট
মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি
স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।
#যে শব্দগুলো শুনলে দৌড়ে
পালাবেন--
•• হাই কোয়ালিটি
ক্লোন J
•• iPhone 5S/5
অ্যান্ড্রয়েড J
•• মেড ইন
কোরিয়া হাই কোয়ালিটি
•• মেড ইন
জার্মানি High Quality Samsung Clone J
•• warranty সহ
কোরিয়ান Samsung/iPhone 5/5S কপি
•• Samsung Note 2/3 বা S5/S4 কোরিয়ান ভার্সন, দাম
১০ থেকে ১৫ হাজার
কষ্টের টাকায় ফোন কিনবেন, অরিজিনালটাই
কিনুন। যদি বাজেট কম থাকে তাহলেও Symphony, Micromax, Walton ফোন কিনুন অথবা Huawei, Samsung, Nokia-র সেটও কিনতে পারেন, বাজেটের মধ্যে তারাও কয়েকটা
মডেল রাখে।
তবে কিছু কিছু নকল/ক্লোন সেট
ভাল টিকে যায়, আমি কয়েকজনকেই দেখেছি। কিন্তু সেটা ভাগ্য বলা যায়, আপনি
রিস্ক নিতে চাইলে নেন, আমার কি?
•• আপনার পরিচিত
কেউ ফোন কেনার কথা ভেবে থাকলে তাকে লিখাটি পড়তে বলুন, তার
উপকারে লাগবে। কারন অনেকেই না জেনে নকল ফোন কিনে, পরে আর
কিছু করার থাকে না। মনে রাখবেন, নকল ফোনেও সব ধরনের options
আছে। চাইনিজরা বাকি রাখে নাই কিছু। Air gesture, Motion
sensor, Eye sensor, 13 মেগা পিক্সেল ক্যামেরা সব পাবেন এক সেটে!
তাই জেনেশুনে, চিনে তারপর কিনুন।
লিখাটি কপি/শেয়ার করতে কোন
অনুমতি লাগবে না। কারো উপকারে আসলে উদ্দ্যেশ্য সার্থক। ধন্যবাদ এতো কষ্ট করে
সম্পুর্ন লিখাটি হজম করার জন্য, without প্রাণ হজম ক্যান্ডি J
.
©লেখক
আপনাদের ছোট ভাই,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন