সোমবার, ২৮ মার্চ, ২০১৬

Slow you’re Android Phone? Don’t worries try this app

অ্যান্ড্রয়েডের স্মার্টফোনগুলোতে প্রায় সবাই Internet ব্যবহার করে থাকেন। আর এটা সবারই জানা ইন্টারনেট চালালে তা র‌্যামের উপর প্রভাব বিস্তার করে। ফলে স্মার্টফোনটি তার প্রকৃত গতিতে আর চলতে পারে না। এজন্য কি নতুন আরেকটি ফোন নিতে হবে? না, তার আর দরকার কি? যদি Ccleaner- এর মতো একটি অ্যাপ থাকে। Ccleaner চেনে না এমন পিসি ব্যবহারকারী পাওয়াও মুশকিল!


1. রয়েছে Real-Time performance দেখার সুবিধা,




2. কোন অ্যাপ ইতোমধ্যেই ইনস্টল করেছেন আর কোনটি দরকার নেই সেজন্য সহজ     আনইনস্টল সুবিধা!

3. সিস্টেমের কোন কোন অ্যাপ আছে, তা দেখাবে,
4. চমৎকার Settings মেন্যু,

5. আপনার ফোনটিতে কতটুকু Storage আছে, কতটুকু Ram- এ কতটুকু জায়গা ফ্রি      আছে, তা দেখাবে,

Size;- 4.8mb
Download


শনিবার, ২৬ মার্চ, ২০১৬

Camera 360 apk

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
দৈনন্দিন ব্যস্ততার কারণে অনেকদিন কিছু পোস্ট করতে পারিনি,
তাই আজ আবার আপনাদের মাঝে ফিরে এলাম অসাধারন এক সফটওয়্যার নিয়ে।


যারা ব্যবহার করেছেন তারাই জানেন এটি কতটা চমৎকার, কেননা এতে আছে
৩৫০ এর বেশি ইফেক্ট + ফানি ফটো মেকার + ফটো এডিটর,
এটি ২০১৫ সালের বেস্ট ফটো এডিটর & টপ ১০ এ্যাপ,
বিশেষ করে যারা ক্যান্ডি ক্যামেরা ব্যবহার করেন তারা এটি ট্রাই করে দেখতে পারেন।

এটি ক্যান্ডির চেয়ে ভালো। 










Size;- 45.3mb 
Download from zippyshare:-


শনিবার, ১২ মার্চ, ২০১৬

How To Identify Clone Or Master Copy Handset

প্রিয় ভাই ও বোনেরা,
নকল ফোন কেনা হতে সাবধান হোন,

বর্তমানে বাংলাদেশের বাজারে ক্লোন/মাস্টার কপি ফোনে সয়লাব, বাদ যায়নি নাম করা কোনো ব্র্যান্ড, Samsung, Apple, HTC, Sony, ইত্যাদি নকল ফোনের কারনে এখন আসল ফোন চেনা দায়। অনেকে কম মূল্যে এসব ক্লোন সেট কিনে প্রতারিত হচ্ছেন। কেন কষ্টের টাকার অপচয় করে ক্লোন সেট কিনবেন। কিনলে আসল সেট কিনুন সেটা যেকোনো ব্র্যান্ডেরই হোক,
.
তাই আজ ASB বাংলাদেশের পক্ষ থেকে সকলের অবগতির জন্য এই পোস্টটি করলাম,


Phone যে ব্র্যান্ডেরই কিনুন না কেন কিছু বিষয় মাথায় রাখবেন ::

1)   সেটের দাম সম্পর্কে জেনে নিন, যদি অরিজিনাল দাম থেকে বিশাল তফাৎ হয় তাহলে বিরত থাকুন,
যেমন Samsung Galaxy S6 এর মূল্য ৪৭৫০০ টাকা কিন্তু যদি ১২০০০ টাকা হয় J

2)   সেটের IMEI চেক করে নিন, IMEI চেক করতে *#06# ডায়াল করুন,
সেট যদি নকল হয় তাহলে এই কোড কাজ করবেনা,

3)   এবার IMEI টি অনলাইনে চেক করে নিন, চেক করতে IMEI.check এ যান, এখানে আপনি আপনার সেট ও মডেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

কেন কিনা উচিৎ না

warranty থাকুক বা না থাকুক, দাম যদি খুব কমও পান, এই ধরনের ফোন কেনার থেকে সাবধান। দেশের এমন কোন জায়গা নাই যেখানে এই নকল সেট পাবেন না। সকলে এখন সস্তা খোজে! এগুলো নকল ফোন তাই কোন সমস্যা  দেখা দিলে রিপেয়ার করা খুবই কষ্টের। তাছাড়া এর ক্যামেরা ভালো না এবং চার্জ তো কথাই নেই চাঁদে ঘুরে আসা যায় মার্কা, LOL J, তাছাড়া সেটের RAM বলা হবে ২ জিবি কিন্তু পাবেন ৫১২ এমবি, Camera লিখা থাকবে 13 Mega Pixel পাবেন মাত্র ২/৩ মেগা পিক্সেল। অনেক সফটওয়্যার সাপোর্ট করবেনা। বড় ধরনের গেমস খেলতে পারবেন না। আরো অনেক কিছু.........

Samsung J7 Clone 

কেসিং খুব পাতলা 

Samsung J7 Clone 

জঘ্নয ক্যামেরা 

 ছবির Contras & Brightness বেশি এবং লাল 

IMEI থাকতেও পারে, কিন্তু তা নকল

#নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবে

1)   পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে।
2)   আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না।
3)   নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।
4)   নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।
5)   ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে এলসিডি টেস্টকরে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না।
6)   আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব কোডকাজ করে না।



#যে শব্দগুলো শুনলে দৌড়ে পালাবেন--  

•• হাই কোয়ালিটি ক্লোন J
•• iPhone 5S/5 অ্যান্ড্রয়েড J
•• মেড ইন কোরিয়া হাই কোয়ালিটি
•• মেড ইন জার্মানি High Quality Samsung Clone J
•• warranty সহ কোরিয়ান Samsung/iPhone 5/5S কপি
•• Samsung Note 2/3 বা S5/S4 কোরিয়ান ভার্সন, দাম ১০ থেকে ১৫ হাজার


কষ্টের টাকায় ফোন কিনবেন, অরিজিনালটাই কিনুন। যদি বাজেট কম থাকে তাহলেও Symphony, Micromax, Walton ফোন কিনুন অথবা Huawei, Samsung, Nokia-র সেটও কিনতে পারেন, বাজেটের মধ্যে তারাও কয়েকটা মডেল রাখে।

তবে কিছু কিছু নকল/ক্লোন সেট ভাল টিকে যায়, আমি কয়েকজনকেই দেখেছি। কিন্তু সেটা ভাগ্য বলা যায়, আপনি রিস্ক নিতে চাইলে নেন, আমার কি?

•• আপনার পরিচিত কেউ ফোন কেনার কথা ভেবে থাকলে তাকে লিখাটি পড়তে বলুন, তার উপকারে লাগবে। কারন অনেকেই না জেনে নকল ফোন কিনে, পরে আর কিছু করার থাকে না। মনে রাখবেন, নকল ফোনেও সব ধরনের options আছে। চাইনিজরা বাকি রাখে নাই কিছু। Air gesture, Motion sensor, Eye sensor, 13 মেগা পিক্সেল ক্যামেরা সব পাবেন এক সেটে! তাই জেনেশুনে, চিনে তারপর কিনুন।


লিখাটি কপি/শেয়ার করতে কোন অনুমতি লাগবে না। কারো উপকারে আসলে উদ্দ্যেশ্য সার্থক। ধন্যবাদ এতো কষ্ট করে সম্পুর্ন লিখাটি হজম করার জন্য, without প্রাণ হজম ক্যান্ডি J
.
©লেখক
আপনাদের ছোট ভাই,

Solve Your Net Problem

যারা নেট ব্রাউজিং এর সময় কানেকশন সমস্যায় পরেন তাদের জন্য নিয়ে এলাম অসাধারন এক সফটওয়্যার,
বিশেষ করে আমরা যারা Clash Of Clans খেলি মাঝেমধ্যেই এ্যাটাকের সময়
কানেকশন চলে যায় তখন খুব বিরক্তি লাগে, বিশেষ করে War এর সময়,
তাই সমস্যার সমাধানে নিয়ে নিন প্লে স্টোরে 1million  ডাউনলোডকৃত সফটওয়্যারটি,
.
Size:- মাত্র 6.3Mb
.
Download :- Net Booster HSPA+



বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

How Save Your Internet Data

আমাদের দেশের সিম কোম্পানিগুলোর প্রতি অনেকেরই যে অভিযোগটি রয়েছে, তা হল এই কোম্পানিগুলো টাকার বিনিময়ে পর্যাপ্ত ডাটা দেয়না। আর অনেক চেষ্টার পরেও এর কোন প্রকার সমাধান হয়নি। ডাটা প্যাকেজ এর দিক দিয়ে আমরা এদের কাছে সব সময় অসহায়। কারণ আনলিমিটেড ডাটা প্ল্যান ইউজ করা আমাদের অনেকের পক্ষে সম্ভব না। তাই স্মার্টফোন কেনার পর আমাদের অনেক ভেবে চিনতে ডাটা ইউজ করতে হয়। আর এক্ষেত্রে ডাটা সেভ করার জন্য নিচের টিপস গুলো আমাদের সবার কাজে লাগবে। তো চলুন দেখি কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ডাটা খরচ কমাবেন…


অটো আপডেট বন্ধ করাঃ
সাধারণত আপনার ডিভাইসে ইন্সটল করা অ্যাপ গুলো নেট কানেকশন পেলে প্লে স্টোর থেকে আপডেট ডাউনলোড করে থাকে। তবে অনেক ক্ষেত্রে এই আপডেট আপনার বিরক্তির কারণ হয়ে দাড়ায়। কারণ অ্যাপ গুলো আপডেট হওয়ার সময় আপনার ডিভাইসটি তুলনামূলক ভাবে স্লো হয়ে যায়। এছাড়া আপডেটের কারণে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার স্মার্টফোনের ডাটা প্যাকেজের ডাটাও খরচ হতে থাকে। তো চলুন দেখি কিভাবে অটো আপডেট বন্ধ করবেন।

১) প্রথমে আপনার ডিভাইসে Play Store অ্যাপটি ওপেন করুন। এরপর আপনার ডিভাইসের মেনু বাটন বা ডিভাইসের 3 Dot মেনুতে ক্লিক করুন।
২) এবার আপনি যে মেনু পাবেন সেখান থেকে প্লে স্টোর সেটিং অপশনে ক্লিক করুন। এবার সেটিংস মেনু থেকে  ‘Auto-update apps’ অপশন সিলেক্ট করুন।
৩) ‘Auto-update apps’ অপশনে ক্লিক করার পর আপনি নিচের তিনটি অপশন সহ একটি পপ আপ পাবেন…
-Do not auto-update apps
-Auto-update apps at any time. Data Charges may apply and
-Auto-update apps over Wifi only
৪) এই তিনটি অপশন থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিন।
অ্যাপ ডাটা সেটিংঃ 
অনেক সময় আমাদের ডিভাইস গুলোতে এমন কিছু অ্যাপ থাকে যা নিজে নিজেই নিয়মিত আপডেট হয়। যেমন ধরুন Google+। সাধারণত Google+ আপনার ডিভাইসে থাকা ছবি গুলো ক্লাউডে ব্যাকআপ করে থাকে, যাতে যেকোন সময় আপনি আপনার ইচ্ছা মত ছবি গুলো দেখতে পারেন। এক্ষেত্রে ছবিগুলো যদি বড় মাপের তাহলে তো কথাই নেই, আপনার ডাটা প্ল্যানের বারোটা বাজতে খুব একটা সময় লাগবে না। এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হল এই ধরণের অ্যাপগুলোর Settings > Auto-Backup যেয়ে আপনার মিডিয়া ফাইল গুলোর জন্য ব্যাকআপ অপশন সিলেক্ট করে দিতে পারেন।

Restrict background Data
এবার আসি এমন কিছু অ্যাপের কথায় যারা ঘুমানোর সময় ও খাওয়া দাওয়া বন্ধ করে না। অর্থাৎ যে অ্যাপ গুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় ও ডাটা ব্যবহার করে থাকে। সাধারণত জিপিএস ডাটার উপর ভিত্তি করে অ্যাপ গুলো অটো আপডেট হয় বলেই এমনটি হয়ে থাকে। ICS এবং JellyBean ডিভাইস গুলোতে এই সমস্যার সমাধানের জন্য আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে রাখতে পারেন। আর এই কাজটি করার জন্য আপনি আপনার ডিভাইসের সেটিংস্‌ মেনু থেকে Data Usage এ যেয়ে মেনু থেকে Restrict background data অপশনটি মার্ক করে দিলেই হবে।




 Reduce your syncing
আমরা অনেকেই আমাদের হোম স্ক্রীনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নানা রকম উইজেট ব্যবহার করে থাকি,বিশেষ করে ওয়েদার উইজেট। এই উইজেট গুলো প্রতিনিয়ত আপডেট হয় আপনাকে সর্বশেষ আপডেটেড ইনফর্মেশনটি দেয়ার জন্য। accounts sync হওয়ার কারণেও ডাটা খরচ হয়ে থাকে। তাই প্রয়োজন না থাকলে আপনি এই Sync অফফ করে রাখতে পারেন। এক্ষেত্রে Settings > Data Usage > Menu > তে যেয়ে Auto-sync data অপশনটি আনচেক করে দিলেই হবে।


If Any Inquary Comment.....


Save You Phone Battery Life,


যেভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারী এর চার্জ ধরে রাখবেন!
আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন এর একটি খারাপ জিনিস যে চার্জ বেশি থাকে না, কয়েক ঘন্টা পরেই মোবাইলে চার্জ চলে যায়, তাই আজ কিভাবে চার্জ বাঁচানো যায় তার ছোট কয়েকটি টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।
১। নতুন মোবাইল কিনে কম পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন।
২। খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন ব্যবহার করবেন না। ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ ফুরায়।
৩। আপনার অ্যান্ড্রয়েড সেট এ কখনো দির্ঘ সময় ধরে গেম খেলবেন না এতে ব্যাটারিতে অনেক চাপ পরে আর দ্রুত চার্জ শেষ হয়ে যায়।
৪। ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিন।
৫। মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন কারণ অ্যান্ড্রয়েড সেট এর সব থেকে বেশি চার্জ খায় তার Screen তাই আপনি সব সময় আপনার অ্যান্ড্রয়েড সেটের Brightness একদম Low করে রাখবেন। বিশেষ করে দিনের বেলা কারণ দিনের বেলা আপনি এমনিতেই দেখতে পারবেন।
৬। অতিরিক্ত চার্জ ব্যাটারীরর জন্য ক্ষতিকর।
৭। সব সময় সেটের অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
৮। আর যেগুলো Apps আপনার দরকার নেই সে Apps গুলো কে Force Stop করে রাখুন, এতে করে যে Apps আপনার দরকার নেই সেগুলোর চার্জ যাবে না।
৯। খুব বেশী দরকার না হলে ফোন রির্স্টাট করবেন না।
১০। অকারণে ব্লু-টুথ অন করে রাখবেন না।
১১। চার্জ ফুল দেখালে সাথে সাথে মোবাইল চার্জ থেকে খুলে ফেলুন ।
১২। চার্জ দিয়ে মোবাইল টিপাটিপি করা থেকে বিরত থাকুন ।
১৩। নেটওয়ার্ক সিগন্যাল বারবার সার্চ করলেও বেশি ব্যাটারি ক্ষয়। সুতরাং এটি থেকে বিরত থাকুন।
১৪। চার্জ থেকে খুলার জন্য আগে সকেট থেকে চার্জার খুলবেন তারপর মোবাইলের কেব্‌ল খুলবেন ।
১৫। চার্জের সময় মোবাইল অফ রাখা ভাল ( বিশেষ করে নতুন মোবাইলের জন্য ) ।
১৬। ব্যাটারির আয়ু ১৫-৩০% থাকলে চার্জ দিবেন এর আগেও না পরেও না ।
১৭। লম্বা সময় ধরে চার্জার লাগিয়ে রাখবেন না । আমারা অনেকেই রাতে ঘুমানোর সময় চার্জে দিয়ে ঘুমাই, এতে করে ফুল চার্জ হওয়ার পরও অনেক্ষন চার্জার কানেক্ট থাকে । এ অভ্যাস ত্যাগ করুন, না হলে ব্যাটারীর ক্ষতি হবে ।
১৮। Wallpaper যদি Animated বা Motion ওরিয়েন্টেড হয় তাহলে তা ডিজেবল করে রাখুন।
১৯। ভিডিও রিংটোন ব্যবহার না করে অডিও রিংটোন ব্যবহার করুন ।
২০। Screensaver এ অ্যানিমেশন ব্যবহার না করে সাধারণ ছবি ব্যবহার করুন ।
২১। মোবাইলের Light time-out এ সময় কমিয়ে ১০ সেকেন্ড করে দিন ।

You Should Know That Before Buying An Android Set,



সবাই চায় একটা ভালো মানের Android Smart Phone কিনতে। কিন্তু Android Smart Phone সম্পর্কে সবার ভালো ধারনা নেই, বিশেষ করে নতুন ব্যাবহারকারী যার। যারা নতুন ইউজার বা নতুন ফোন কিনবেন তাদের জন্য এই পোষ্টটি করলাম।
Android SmartPhone কি?
প্রকৃত পক্ষে Android ফোনকে ফোন না বলে একটি Mini Computer বলা যেতে পারে। একটি ভাল মানের প্রসেসর অনেক দ্রুত কাজ করতে সাহায্য করবে। আর Ram যত বেশি হবে, তত বেশি ও বড় Application এবং Games চালাতে পারবেন। GPU হচ্ছে Graphic Processing Unitএর সংক্ষিপ্ত রূপ। GPUএর প্রধান কাজ হচ্ছে মোবাইলের Displayতে যেসব জিনিস আসবে, সেগুলোকে Process করা এবং অন্য আরেকটি Processor, যার কাজ শুধু Graphics Process করা।। যেমন:- ভিডিও, গেমস।
GPU Powerful হলে HD Games ও HD Videos চালানো কোন ব্যাপার নয়।
Android Smart Phone কেনার আগে যেসব বিষয় মাথায় রাখবেনঃ 





‪#‎প্রসেসরঃ‬
যেসব কাজগুলো প্রসেসর করতে পারে, তাকে বলা হয় ইন্সট্রাকশন (Instraction) সেট। একটি অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে প্রথমেই দেখতে হবে ইন্সট্রাকশন সেট কোনটি। পুরাতন ফোনের প্রসেসরের থাকে ARMV6 বা ARM11 ইন্সট্রাকশন সেট, যেটা এখনকার যুগের নতুন কোন বড়সড় অ্যাপলিকেশন বা গেম চালাতে পারে না। এখন আর ARMv6 ফোন না কেনাই ভাল। ইন্সট্রাকশনের তথ্য আপনি ফোনের স্পেসিফিকেশন দেখলেই পেয়ে যাবেন। যদি ARMv7 বা এর পরের হয়, প্রসেসরটি উন্নতমানের। এরপর হচ্ছে প্রসেসরের গঠন বা আর্কিটেকচার। কাজ শুধু জানলেই হবেনা, বলিষ্ঠ শক্তিশালী হতে হবে।।
*Processor Architecture
ARMv7-এর মধ্যে Architecture (আর্কিটেকচার) মুলত পাঁচ ধরনের।
এগুলো হচ্ছেঃ--> Cortex A5, A7, A8, A9 ও A15..
প্রত্যেকটি কোম্পানিই এই পাঁচ ধরনের Architecture (আর্কিটেকচার) মেনেই Processor তৈরি করা হয়ে থাকে। Cortex A5 মূলত অনেক পুরাতন ও বেশ দুর্বল। অন্যদিকে Cortex A15 সবচেয়ে শক্তিশালী। সম্প্রতি সময়ে বাজারে আসা Android Smart Phone কেনার সময় সম্ভব হলে Cortex A9 দেখে নেয়া উচিত। আর তা না হলে Cortex A7.. তবে Cortex A5 এর স্মার্টফোন না নেয়াই ভাল। কিন্তু যারা ফোনে HD Games খেলে না বা
HD Video দেখে না, তাদের জন্য আবার Cortex A5 দেখে নেওয়াই ভালো। কারন Cortex A5 আর্কিটেকচারের প্রসেসরগুলো খুবই কম Battery Use করে, যার ফলে ফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
**প্রসেসরের আরেকটি ব্যাপারটি হলো NEON সাপোর্ট।
NEON কঠিন কিছু না। NEON Supported হলে আপনার ফোনের প্রসেসর উচ্চ মানের ভিডিও সরাসরি প্লে করতে বা চালাতে পারবে।
**Clock Speed বা প্রসেসরের কাজের গতি। Clock Speed যত বেশি হবে, ততো ভাল।
** প্রসেসরের আরেকটি বিষয়, Processor মাল্টিকোর (MultiCore) কিনা? Dual Core মানে দুইটি প্রসেসর, Quad Core মানে ৪টি। প্রসেসর। ঠিক এমনি ভাবে Hexa Core মানে ৬টি প্রসেসর এবং Octa Core মানে ৮টি প্রসেসর। প্রসেসরের Coreই সবকিছু না। প্রসেসর কোন Architecture এর সেটা বড় ব্যাপার। যেমন Dual Core Cortex A9 এর স্কোর যদি হয় 40, Quad Core Cortex A7 এর স্কোর হবে 50.. তবে HD Games খেলার জন্য Quad Core বা তারচেয় বেশি Core দেখে কেনা উচিত। তাই প্রথমে দেখা উচিৎ প্রসেসর ইন্সট্রাকশন সেট ও আর্কিটেকচার।।
‪#‎রেমঃ‬
আমাদের মেমোরি কার্ড বা ফোন মেমোরি প্রসেসর যে হারে কাজ করে, সেই হারে ডাটা পরে দিতে পারেনা। তাই ডাটা আগে Ramএ নেয়া হয়, যা অনেক দ্রুত কাজ করে। Ram যতো বেশি, ততো বেশি ডাটা দ্রুত প্রসেসরে যেতে পারে। ফলে ফোন অনেক দ্রুত কাজ করে ফেলতে পারে। Ramএরও Speed এবং আর্কিটেকচার (Architecture) আছে। Ram মুলত তিন ধরনের হয়। যথাঃ--> DDR-1, DDR-2 ও DDR-3
DDR-1 Ramএর চেয়ে DDR-2 ভালো ও স্পীড বেশী, ঠিক একইভাবে DDR-2 এর চেয়ে DDR-3 ভালো এবং স্পীড বেশি।. 512MB Ram যুক্ত ফোন নিতে পারেন তবে 1GB বা তার বেশী হলে ভাল হয়। Ram যত বেশী হবে ফোন ততো দ্রুত কাজ করবে।।
                                                      
‪#‎জিপিইউঃ‬
Android Smart Phoneএ GPU একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন শ্রেণীর GPUএর তালিকা দেওয়া হলো।।
>> প্রথম শ্রেণীর GPU:- Adreno 420, Adreno 330, PowerVR G6430, ARM Mali-T628, PowerVR GSX 544 MP4, ARM Mali-T604, NVIDIA GeForce Tegra 4, PowerVR SGX543 MP4, Adreno 320, PowerVR SGX543 MP2, PowerVR SGX545, PowerVR SGX544
>> দ্বিতীয় শ্রেণীর GPU:- Adreno 305, Adreno 225, ARM Mali-400 MP4, NVIDIA GeForce ULP (Tegra 3), Broadcom VideoCore IV, Adreno 220, ARM Mali-400 MP2, NVIDIA GeForce ULP (Tegra 2), PowerVR GSX540
>> তৃতীয় শ্রেণীর GPU:- Adreno 200, Andreno 205, Andreno 203, Mali 400, Tegra, PowerVR 531 Etc...
এখানে শ্রেণী মানেই সবকিছু না। প্রায় সব ধরনের গেমই তৃতীয় শ্রেণীর GPUতেও চলে। তবে যতো ভালো GPU হবে, তত ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। তাই যতদূর বাজেটে সম্ভব নতুন GPU দেখে ফোন কেনা উচিৎ।
>> GPUএর সাথে সম্পর্কিত একটি বিষয় হচ্ছে Screen Resolution.. Resolution বেশি হলে বেশি Pixel অর্থাৎ বেশি ডাটা GPUকে Process করতে হয়। তাই
ফোনে রেজুলেশন বেশি হলে, শক্তিশালী GPU থাকতেই
হবে, নাহলে ফোন অনেক Slow কাজ করবে। আর আরেকটি বিষয় হচ্ছে HD Video, তালিকায় সব GPUই HD Video চালাতে সক্ষম। তবে 1080P HD Videoএর জন্যে অন্তত দ্বিতীয় শ্রেণীর GPU থাকতে হবে। 720P HD Video সবগুলোই GPU চালাতে পারবে।
‪#‎ডিসপ্লেঃ‬
Display একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন Technology এর Display আপনি চান তা পছন্দ করা। Market এ বর্তমানে Amoled, Retina, IPS,LCD ইত্যাদি বিভিন্ন ধরনের ডিসপ্লে সম্পন্ন Mobile পাওয়া যায়। এগুলোর Picture Quality/ Brightness/Angling View/Clearness/ Sharpness ইত্যাদি ব্যাপারগুলো অনেক গুরুত্বপূর্ণ।
‪#‎স্কিন‬ সাইজঃ
আরেকটি ব্যাপার হচ্ছে Screen Size। আপনি যদি বড় স্ক্রিন পছন্দ করেন তাহলে 5"-5.5" , আর ছোট পছন্দ করলে 4"-4.5" দেখে কেনা ভালো।
‪#‎পিপিয়াইঃ‬
যদি কম হয় , তবে ফোনে ভাল মানের Graphics পাবার আশা করা যায় না। তবে PPI যত বেশি, ফোনের দামও ততো বেশি! PPI-250 নিচে না কেনাই ভালো। ফোনের Resolution যতো বেশী হবে, PPI ও ততো বেশী হবে।
‪#‎টাচঃ‬
বর্তমানে Capacitive আর Resistive দুই ধরনের টাচ টেকনোলজি বাজারে আছে। ভুল করেও Resistive Touchএর ফোন কিনবেন না! কারন Resistive Touch অনেক ঝামেলার।
‪#‎প্রটেকসনঃ‬
ভালো মানের Protection থাকলে Screen এ Scratch বা দাগ পড়ার কোন সম্ভাবনা থাকে না। Protection এর মধ্যে রয়েছে Corning Gorilla Glass 1st,2nd, 3rd Generation ইত্যাদি।
‪#‎ক্যামেরাঃ‬
অনেকে মনে করেন যে, ফোনে HD Video Recording শুধু ক্যামেরার সেন্সরের উপর নির্ভর করে। কিন্তু মোবাইলের 720P এবং 1080P ভিডিও রেকর্ডিং আসলে ভালো GPU এবং CPUএর উপর নির্ভর করে। ক্যামেরার সেন্সর শুধু ছবি বা ভিডিও রেকর্ড করে। পরবর্তী পর্যায়ে কিন্তু সেটি চলে যায় সিপিইউ এবং জিপিইউ কাছে প্রকিয়াকরণ (Rendering) এর জন্য।।
                                           
‪#‎মেমোরিঃ‬
ফোনে যদি SD Card Slot না থাকে, তবে Internal Mass Storage Minimum 16/32GB আছে কিনা দেখে নিন। আর SD CardSlot থাকলে তো আরো ভালো। SD Card আলাদা কিনলে, অবশ্যই Class 10 দেখে কিনুন।।
এই দিকগুলো মাথায় রেখে মোবাইল কিনলে আপনি অবশ্যই একটি ভালো Smart Phone কিনতে পারবেন। আর Phone কেনার আগে এক্সপার্টদের Suggestion নিন। আপনাদের Help এর জন্য আমরাতো আছিই।

মেয়েরা জেনে নিন আপনাদের যে ১৫ ধরণের ছেলেদের এড়িয়ে যাওয়া উচিত !

ছেলেরা Don't Mind :)

মেয়ে হিসেবে অনেক ছেলেই আপনাকে পছন্দ করতে পারে। কিন্তু তাদের মধ্যে সবাইকে কিন্তু আপনার কাছে ভিড়তে দিবেন না। বিশেষ করে এ লেখায় দেওয়া ১৫ ধরনের পুরুষকে আপনার কাছে ঘেঁষতে দিবেন না যে কোনো মূল্যে।
১. খারাপ ছেলে
কিছু পুরুষ আছে যাদের সত্যিই খারাপ বলে মনে হয়। যাদের অনেকেরই থাকতে পারে অনেকগুলো খারাপ গুণের সমষ্টি। তাদের রাগ বেশি হতে পারে, আবার থাকতে পারে আরো কিছু দোষ। কিন্তু তারুণ্যের আকর্ষণের ফলে অনেক মেয়েই তাদের দিকে আকর্ষিত হয়, যে আকর্ষণ আবার মিলিয়ে যেতে পারে দ্রুত। খারাপ ছেলেরা আপনার হৃদয় ভেঙে দিতে পারে দ্রুত। এ কারণে এমন ধরনের পুরুষকে এড়িয়ে চলাই ভালো।
২. উদ্যমহীন
কোনোকিছুতেই কোনো উদ্যম পায় না, এমন কিছু ছেলে থাকে। তারা যেমন কোনো শখ, দক্ষতা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে না তেমন কোনো কিছুতেই কোনো কাজ করতে আগ্রহ পায় না। নিজের ঘরের বাইরের কোনো কাজের বদলে তারা অনেকেই ভিডিও গেইম ও টিভি নিয়ে ব্যস্ত থাকে। এমন ছেলেদের ভালো লাগলেও তাদের থেকে দূরে থাকতে হবে। কারণ তারা আলসেমির কারণে সবকিছু ভণ্ডুল করে দিতে পারে।
৩. কাজ পাগল
কাজের ক্ষেত্রে যারা অতিরিক্ত পাগল, এমন কিছু ছেলেদেরও দেখা পাওয়া যায়। এরা সবসময় কাজকে জানপ্রাণ দিয়ে ভালোবাসে অতিরিক্ত কাজ করে বাহবা পেতে চায়। ফলে পরিবারের প্রতি কোনো নজর থাকে না তাদের। ফলে বাইরের পৃথিবীর সবকিছু গুরুত্বপূর্ণ হলেও পরিবার এদের কাছে থাকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে। বাস্তবে এ ধরনের ছেলেদের হাতে অনেক টাকা আসার সম্ভাবনা থাকলেও এদের এড়িয়ে চলাই ভালো।
৪. যে আপনার পুরনো প্রেমিককে মনে করিয়ে দেন
আপনি এমন কোনো ছেলের দেখা পেতে পারেন, যার আচার-আচরণ, কথাবার্তা, পছন্দ বা অন্য কোনো বিষয় আপনার পুরনো প্রেমিকের কথা মনে করিয়ে দেয়। এটা হয়তো সেই ছেলের কোনো দোষ নয়। কিন্তু তার পরেও আপনার সে ধরনের ছেলেদের এড়িয়ে চলাই ভালো।
৫. মায়ের সুবোধ সন্তান
অনেক মেয়ের জন্যই পরিবারসচেতন ছেলে ভালো হতে পারে। কিন্তু আপনার সঙ্গী যদি সবসময় সব বিষয়ে তার মায়ের অনুমতি নিতে চায় তাহলে সেটা সত্যিই উদ্বেগজনক। আর এ ধরনের কোনো ছেলের প্রেমে পড়লে বুঝতে পারবেন যে, আপনি মায়ের সুবোধ সন্তানের পাল্লায় পড়েছেন। এ ধরনের ছেলেরা তাদের জন্য সঙ্গী খুঁজে না। তারা এমন একজন মেয়ে খুঁজে যে রান্না করবে, পরিষ্কার করবে এবং সবকিছু তার মাকে পরিবেশন করবে।
৬. বন্ধুপ্রাণ পুরুষ
খেলাধুলা, তাস, পানাহার ইত্যাদি নিয়ে সারাক্ষণ বন্ধুদের সঙ্গে মেতে থাকে এমন কিছু ছেলে রয়েছে। তারা শুধু তাদের বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকে। এমন ছেলেদের এড়িয়ে চলাই ভালো।
৭. প্রতারক
অনেক ছেলে আছে যাদের অভ্যাস প্রতারণা করা। তাদের প্রতারণার হাত থেকে বাঁচতে পারেনা তাদের প্রেমিকা বা স্ত্রীও। এ ধরনের পুরুষকে চিনতে পারলে তাদের থেকে যতো দূরে থাকা যায় ততো ভালো।
৮. স্বেচ্ছায় গরিব
অর্থ সবকিছু নয়। তার পরেও বেঁচে থাকার জন্য প্রয়োজন অর্থ। আর আপনি যদি এমন কোনো পুরুষের দেখা পান, যার অর্থ উপার্জনে কোনো আগ্রহই নেই, তাহলে তাকে এড়িয়ে চলাই ভালো।
৯. ক্লাব ও চায়ের দোকানের ছেলে
অনেক ছেলে আছে যাদের সবসময় পাওয়া যাবে কোনো না কোনো ক্লাবে বা চায়ের দোকানে। সে হতে পারে হট ও সুইট ছেলে। তার কথাবার্তাও হতে পারে মন ভুলানো। তার পরেও আপনার নিজের স্বার্থে এমন ছেলের সঙ্গ ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। কারণ এমন ছেলেদের আপনি ঘরে ফেরাতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই। এমন অনেক পুরুষকে ৫০ বছর বা তারও বেশি বয়স পর্যন্ত সারাক্ষণ ক্লাব বা চায়ের দোকানেই পাওয়া যায়।
১০. কর্তৃত্বপরায়নgirl love
আপনার চাহিদামতো সে কথা বলতে পারে, পছন্দমতো গান গাইতে পারে কিংবা আরো অনেক মন ভুলানো বিষয় করতে পারে। সে প্রতারকও নয়। কিন্তু তার পাশাপাশি সে সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। সে আপনাকে বলবে কোন কাপড় পরতে হবে, কিভাবে চুল বাঁধতে হবে, আপনাকে কার মতো দেখতে হতে হবে, কিংবা কোন জিনিসটা পছন্দ করতে হবে। তার মতের বিরুদ্ধে কোনোকিছুই করা যাবে না। এমন ধরনের ছেলেরা হলো কর্তৃত্বপরায়ন। এরা নিজেদের পছন্দ অনুযায়ী সবকিছু দেখতে চায়। আর আপনি যদি নিজের মতামত ও পছন্দ অনুযায়ী চলতে চান আর বাড়িতে কোনো বসকে আনতে না চান, তাহলে এ ধরনের ছেলেদের এড়িয়ে চলাই উত্তম।
১১. গোপনীয় চরিত্র
আপনি যদি এমন কোনো ছেলের দেখা পান, যে ভালো পরিচয়ের পরেও নিজের সম্বন্ধে কোনোকিছু প্রকাশ করে না তারা এ ধরনের। আপনার যদি মনে হয় সে তার ইতিহাস সম্বন্ধে সবকিছু গোপন করে যাচ্ছে তাহলে তাকে এড়িয়ে যাওয়াই ভালো।
১২. যে আপনার পরিবার পছন্দ করে না
আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে যে দেখা করতে চায় না কিংবা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। পরিবারকে যে ঘৃণা করে এবং এ সম্পর্কে বাজে মন্তব্য করে এমন ধরনের পুরুষকে এড়িয়ে চলাই ভালো।
১৩. দিবাস্বপ্ন দেখা ছেলে
যারা সবসময়ই ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, তারা এ ধরনের। স্বপ্ন দেখা ভালো কিন্তু একেবারেই অবাস্তব স্বপ্ন দেখা ভালো নয়। এমন পুরুষদের এড়িয়ে চলাই ভালো।
১৪. ডায়েট মাস্টার
যারা খাবারের ভালোমন্দ মুখস্ত রাখে এবং সবসময় সেসব বাস্তব জীবনে প্রয়োগ করে তারা এ শ্রেণীর। এরা আপনাকে মজার মজার খাবার খেতে নিষেধ করে দেবে, তার বদলে নিয়ে আসবে বিস্বাদ খাবার। অনেকে আবার ওজন নিয়ে এতোই সচেতন যে আপনার খাওয়াই কমিয়ে দিতে হবে। এমন পুরুষরা আচরণ পরিবর্তন না করলে তাদের এড়িয়ে চলাই ভালো।
১৫. মনযোগ আকর্ষণকারী
কিছু ছেলে আছে যারা সবসময় সবার মনযোগ আকর্ষণ করতে চায়। তারা অন্যের কথার মাঝে কথা বলা শুরু করে এবং নিজের উপস্থিতি জানান দেয়। এরা অন্যকে কথা বলতে সুযোগ দেয় না, বরং নিজেরাই সবকিছু বলতে থাকে। অপ্রয়োজনীয় কথাবার্তা ও জোকস সবাইকে শোনানোর চেষ্টা করে এরা। তবে এ ধরনের মানুষেরা শীঘ্রই অন্যকে বিরক্ত করে ফেলে। এ কারণে এদের থেকে দূরে থাকাই ভালো।

Photo Editing Software

আপনাদের জন্য নিয়ে এলাম Google play এর সর্বোচ্চ ডাউনলোড কৃত ও সেরা Photo Editing software, এতে রয়েছে ফটোশপের মতো অনেক ফিচার,





আপনার ছবিকে কাস্টমাইজ করতে নিয়ে নিন
মাত্র ১৪mb এর সফটওয়ার টি,

Download Here :- 

বুধবার, ৯ মার্চ, ২০১৬

Translate Your Messege any language

আসসালামু আলাইকুম,
সবার জন্য আমাদের ASB এর পক্ষ থেকে অসাধারন এক সফটওয়্যার শেয়ার করলাম,

অনলাইনে গুগল ট্রান্সলেটর আমরা অনেকেই ব্যবহার করি, তাই আজ আপনার  Android ফোনের জন্য গুগল ট্রান্সলেটর সফটওয়্যারটি শেয়ার করলাম,
 এর ফিচার সমূহ দেখে নিন,

* ছবি থেকে ট্রান্সলেট করতে পারবেন

* যেকোন ভাষায় ট্রান্সলেট করতে পারবেন



* হাতে একেও ট্রান্সলেট করতে পারবেন 

* ভয়েস ধারা যেকোন ভাষা বলে সরাসরি ট্রান্সলেট করতে পারবেন
                                                      


তাই আর দেরী না করে নিয়ে নিন অসাধারন ফিচার সমৃদ্ধ সফটওয়্যারটি বিনামূল্যে 
Download:- 

Eye Saver Software

কেমন আছেন সবাই,
আশা করি ভালো আছেন,
আজকে আপনাদের জন্য এক অসাধারণ সফটওয়্যার শেয়ার করলাম, এটা শুধুমাত্র যারা রাতে ফোন ব্যবহার করে তাদের জন্য এক কথায় অনেক কাজের, এটা রাতে ফোনের আলো থেকে আপনার চোখকে সুরক্ষিত রাখবে, মাত্র ৫২৪kb সফটওয়্যারটি এখনি নিয়ে নিন

Download:-

Multitasking Android Apk,

আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারন এক এপস,
যার সাহায্যে আপনি আপনার ফোনে একসাথে অনেক কাজ করতে পারবেন,
বর্ন্না আর লিখলাম না, ছবিই দেখে নিন
lite Softwar

playing clash of clans

On coc playing

see video in home page

camera

listen songs on using facebook

ডাউনলোড করতে এই লিংকে যান