শুক্রবার, ৬ মে, ২০১৬

Oppo F1 Review

মিড-বাজেটে মানসম্মত হ্যান্ডসেট যারা খুজছেন তাদের জন্য ভাল একটি হ্যান্ডসেট হতে পারে Oppo F1যাতে আছে ৭২০পি ডিসপ্লে এবং ৩ গিগাবাইট র‍্যাম সাথে অক্টা-কোর প্রসেসর! আপনারা হয়ত জানেনই অন্যান্য চাইনিজ হ্যান্ডসেটগুলো থেকে Oppo এবং Xiaomi (বর্তমানে শুধু Mi) অনেক ভাল ও মানসম্মত হ্যান্ডসেট বানায়। বর্তমানে Oppo Officially বাংলাদেশে launch করায় ওরা দাবি করছে ওরা আন্তর্জাতিক মানের ওয়ারেন্টি সেবা দিতে সক্ষম। আসুন দেখে নেই এই হ্যান্ডসেটের একটি সংক্ষিপ্ত রিভিউ ।
                                                                   


এক নজরে দেখে নেই এই হ্যান্ডসেটে কি কি ফিচার আছেঃ
NETWORK     Technology GSM / HSPA / LTE


LAUNCH
2016, January
Available. Released 2016, January

BODY
143.5 x 71 x 7.3 mm (5.65 x 2.80 x 0.29 in)
134 g (4.73 oz)
Dual SIM (Nano-SIM/ Micro-SIM, dual stand-by)

DISPLAY
IPS LCD capacitive touchscreen, 16M colors
or MOLED Screen in Plus variant
5.0 inches (~67.6% screen-to-body ratio)
720 x 1280 pixels (~294 ppi pixel density)
or 1920 x 1080 pixels in Plus variant
Yes
Corning Gorilla Glass 4
– Color OS 2.1

PLATFORM
Android OS, v5.1 (Lollipop)
Qualcomm MSM8939v2 Snapdragon 616
and Mediatek MT6755 Helio P10 in plus variant
Quad-core 1.7 GHz Cortex-A53 & quad-core 1.0 GHz Cortex-A53
Adreno 405

MEMORY
microSD, up to 128 GB (uses SIM 2 slot)
16 GB, 3 GB RAM

CAMERA
13 MP, f/2.2, phase detection autofocus, LED flash, check quality
Geo-tagging, touch focus, face detection, HDR, panorama
1080p@30fps, check quality
8 MP, f/2.0, 1/4 sensor size, 1080p

SOUND
Vibration; MP3, WAV ringtones
Yes
Yes

COMMS
Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi Direct, hotspot
v4.0, A2DP
Yes, with A-GPS
To be confirmed
microUSB v2.0, USB Host

FEATURES
Accelerometer, proximity, compass
SMS (threaded view), MMS, Email, Push Email
HTML5
No
– MP4/H.264/FLAC player
– MP3/eAAC+/WAV player
– Document viewer
– Photo viewer/editor

BATTERY
Non-removable Li-Po 2500 mAh battery

MISC
White/Gold
0.13 W/kg (head)     0.34 W/kg (body)
Disclaimer. We can not guarantee that the information on this page is 100% correct.



আসুন এবার দেখে নিই Oppo F1 এর কিছু ছবিঃ
হ্যান্ডসেটটিতে আছে 720 x 1280 রেজুলেশনের ডিসপ্লে যার পিক্সেল পার ইঞ্চি হচ্ছে 294 টি। আর ডিসপ্লে টাইপ IPS প্যানেল LCD ডিসপ্লে। ফলে যেকোন টাফ এঙ্গেল থেকেই ভাল ভিউইং এক্সপেরিয়েন্স দিবে এই ডিসপ্লে।


ইন্টারফেইস buttery smooth থ্যাঙ্কস টু ১.৭ গিগাহার্টজ সিপিইউ এবং ৩ গিগাবাইট র‍্যাম। আলাদা কোন অ্যাপ লঞ্চার মেনু নেই। আইফোনের মত ডানেবামে গেলেই হোমপেজেই আপনার সব অ্যাপস দেখতে পাবেন।

Toggle menu খুবই স্মুথ ও ডাবল ড্রপ ডাউন টাচ করলে পুরো toogle দেখা যায়। শর্টকাট থেকেই স্ক্রিন ব্রাইটনেস সেট করা যাবে। দেখতেই পাচ্ছেন এই রিভিউ করার সময় হ্যান্ডসেটটির ব্রাইটনেস অর্ধেক দেয়া ছিল। তাতেও বেশ ভালই দেখা যাচ্ছে রোদের সফট লাইটের মধ্যেও।

   Oppo F1 হ্যান্ডসেটটির নিচের দিকে আছে কথা বলার মাইক্রোফোন ও Micro-USB চার্জিং পোর্ট।

ব্যাক কভারের নিচের দিকে আছে স্পিকার যার সাউন্ড মোটামুটি। অত লাউড না। এই বাজেটের ফোনে সেটাই স্বাভাবিক। ব্যাক ভিউটা বেশ সুন্দর করে ফিনিসিং দেয়া হয়েছে কিন্তু ক্যামেরা সেজন্য বাইরের দিকে বের হয়ে থাকে। ফলে আসলে এক্সট্রা কাভার ছাড়া চালালে এর  ক্যামেরার সামনের গ্লাসে দাগ পড়তে পারে। সাথে আছে ফ্লাশলাইট যা খুবই ব্রাইট।


ভেতরকার ফিচারঃ
ইউজার ইন্টারফেইস খুব সিম্পল। আলদা কোন মেনু বাটন নেই। তবে ইচ্ছে করলেইতো আপনি যেকোন কাস্টম লঞ্চার সেট করতে পারেন ডিফল্ট হিসেবে। গুগল নাও লঞ্চারটা আমার এমনিতে খুবই প্রিয়।


বেঞ্চমার্কঃ








ক্যামেরা ইন্টারফেইসঃ
সবচেয়ে ভাল ব্যপার হচ্ছে এই ফোনের ক্যামেরা Aperture 2.2 পর্যন্ত বড় করা যায়। আমরা জানি সাধারনত DSLR ক্যামেরাতে প্রাইম লেন্সে ছবি তুললে কম আলোতেও ছবি অনেক ভাল এবং সাথে Bokeh (ব্যাকগ্রাউন্ড ব্লার) হয় অথবা খুব জুম করে ছবি তোলা লাগে। এই ফোনের ক্যামেরায় আপনি এমনি তোলা ছবিতে বোকেহ পাবেন। সাথে সুপার রেজুলেশন ছবি তো আছেই।
সামনের ক্যামেরার রেজুলেশন ৮ মেগাপিক্সেল এবং ক্যামেরা aperture 2.0! ফলে আপনি অসাধারন সব ব্রাইট ও কালারফুল সেলফি পাবেন।


ক্যামেরায় তোলা ছবি দেখতে চাইলে নিচের ছবিগুলোতে ক্লিক করুনঃ





শেষ কথাঃ
Oppo F1 এর অনেক ডিভাইস বাজারে আছে। আমি রিভিউ করেছি Oppo F1w মডেল নিয়ে। অন্য মডেলগুলোও প্রায় একই রকম শুধু Oppo F1 Plus ভ্যারিয়েশনে ৪ গিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সাথে MOLED full HD screen আছে যা অনেক ভাল ভিউইং এক্সপেরিয়েন্স দিবে। ক্যামেরা বেশ ভাল এবং অনেক ওয়াইড অ্যাপারচার দিচ্ছে যা আপনার ছবি তোলার আগ্রহ অনেক বাড়াবে। আর ২.০ অ্যাপারচারে সেলফি তো আছেই। ৩ গিগা র‍্যাম মাল্টিটাস্কিং করছে অনেক অসাধারন ও স্মুথ।
কেমন লাগলো রিভিউ?
ভাল লেগে থাকলে আবার আসবেন আমাদের সাইটে এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
কোনকিছু মিস হয়েছে মনে হলে জানাতে পারেন, আপনাদের চাহিদা মাথায় রেখেই আমরা কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি সবসময়।




শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

Change Your Mobile Font

আপনি কী আপনার ফোনের ফন্ট পরিবর্তন করতে চান???
আপনার ফোনে বিভিন্ন স্ট্যাইলের ফন্ট ব্যাবহার করতে চান???
তাহলে ডাউনলোড করে নিন I font.apk.

Size:- 7.07mb
Download:- 














শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

Viva Video Pro,

নিয়ে নিন ভিডিও এডিট করার জন্য অসাধারন
এক সফটওয়্যার, Play Store এটি ডলার দিয়ে কিনতে হয়, এতে রয়েছে অনেক কাস্টম থিম ও FX যার কারনে এটি এতটা জনপ্রিয়,
তাই ডাউনলোড করে নিন বেস্ট এডিটর টি
Size:- 38.99 mb
Download:-




সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

Android Over Heating,


আপনাদের মধ্যে অনেকেইহ হয়তো স্মার্টফোন একটানা ব্যবহার করার সময় খেয়াল করেছেন যে অনেকক্ষণ ব্যবহারে স্মার্টফোনে অনেক সময়ই ওভার হিটিং ইস্যু লক্ষ্য করা যায়। বিভিন্ন কারণে এমন হতে পারে। আজকের ব্লগটিতে আমরা জানতে চেষ্টা করবো কীভাবে স্মার্টফোনকে এই  ওভারহিটিং ইস্যু থেকে রক্ষা করা যায়।



কেন হচ্ছ? 
স্মার্টফোন ব্যবহারের সময়ে যদি আপনার মনে হয় যে আপনার স্মার্টফোনটি অধিক উত্তপ্ত হয়ে গিয়েছে তাহলে সাথে সাথে চেষ্টা করুন সেই মুহুর্তে আপনার স্মার্টফোনটিতে ঠিক কি কি অ্যাকটিভিটি হচ্ছে সেগুলোর উপর। সাধারণত  একটানা ব্যবহারের সময় স্মার্টফোন যে কারণগুলোতে উত্তপ্ত হতে পারে সেগুলো হচ্ছে,

·       একটানা অনেকক্ষণ সময় ধরে হাই গ্রাফিক্সের গেম খেলা
·       ওয়াই-ফাই বা অন্যান্য নেটওয়ার্কে কানেক্টেড থাকা অবস্থায় বেশ কিছু সময় ধরে একটানা স্ট্রিমিং করা
·       হাই ব্রাইটনেসে একটানা স্মার্টফোনটি সরাসরি সূর্যের আলোর নিচে বা তুলনামূলক গরম পরিবেশে ব্যবহার করা

তাই খেয়াল করুন, উপরের কোন কাজটি আপনি করছিলেন এবং আইডেন্টিফাই করার পর অন্তত কিছুক্ষণের জন্য আপনি আপনার স্মার্টফোনটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
ওভারহিটিং স্মার্টফোন



অনেকক্ষণ একটানা ক্যামেরা অ্যাপের ব্যবহার 
বেশ কিছু চমৎকার ক্যামেরা ইউনিট যুক্ত স্মার্টফোনে লক্ষ্য করা গিয়েছে যে সেই স্মার্টফোনগুলোতে অতিরিক্ত সময় ধরে ভ্যিউফাইন্ডার খুলে রাখায় বা একটানা ভিডিও করার ফলে স্মার্টফোনে ওভারহিটিং ইস্যু দেখা যায়। উদাহরণস্বরুপ, সনি এক্সপেরিয়া জেড৫!
আমরা স্বাভাবিক ভাবেই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ব্রাইটনেস সর্বোচ্চ বাড়িয়ে রাখি। তাই যেহেতু ক্যামেরা অ্যাপলিকেশন ব্যবহার করা তুলনামূলক ভাবে বলা চলে একটি হাই পারফর্মেন্স টাস্কের পর্যায়ে পড়ে এবং সাথে ব্রাইটনেসও বাড়িয়ে রাখা হয় ফলে সহজেই স্মার্টফোনে এই ওভারহিটিং সমস্যাটি দেখা যেতে পারে। তাই, যদি অনেকক্ষণ ধরে ক্যামেরা অ্যাপলিকেশন ব্যবহারের ফলে আপনার স্মার্টফোনটি উত্তপ্ত হয়ে থাকে তাহলে ক্যামেরা অ্যাপলিকেশনটি সাথে সাথেই বন্ধ করুন এবং আপনার স্মার্টফোনটিকে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসার জন্য কিছুটা সময় দিন।



ম্যালওয়্যারের কারণে হতে পারে 
যে ডেভেলপাররা ম্যালওয়্যার তৈরি করে থাকেন তাদের কিন্তু আপনার স্মার্টফোনের স্বাস্থ্য নিয়ে কোন মাথাব্যাথা নেই, তারা শুধুই আপনার ডাটার পেছনে ছোটে। তাই অনেক সময় ম্যালওয়্যারের কারণেও আপনার স্মার্টফোনটিতে ওভারহিটিং ইস্যু দেখা যেতে পারে। তাই কোন রকম কারণ ছাড়াই যদি আপনার স্মার্টফোনে আপনি ওভারহিটিং সমস্যা খেয়াল করেন তবে অবশ্যই ভালো একটি ম্যালওয়্যার চেকার ব্যবহার করে দেখতে পারেন।



স্মার্টফোনের ব্যাক-কেসের কারণে এমন হতে পারে
আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্মার্টফোনের ব্যাক কেস হিসেবে হয় প্ল্যাস্টিকের তৈরি ব্যাক কেস ব্যবহার করা থাকি অথবা লেদারের! তবে আমরা যে ম্যাটারিয়ালের ব্যাক কেসই ব্যবহার করে থাকি না কেন, একটা বিষয় খেয়াল করলে সহজেই বুঝতে পারবেন যে স্মার্টফোন থেকে কোন হিট বের হতে পারছেনা কেসের কারণে! এমনিতেই কিন্তু স্মার্টফোনে একটি ব্যাক-পার্ট দেয়াই থাকে। তাই সেই লেয়ারের পরেও যদি একটি অতিরিক্ত লেয়ার অর্থাৎ ব্যাক-কেস আমরা যুক্ত করি তবে স্বাভাবিক ভাবেই স্মার্টফোন ব্যবহারের সময় স্মার্টফোন থেকে নির্গত তাপমাত্রা সেখানে বাঁধা প্রাপ্ত হবে। ফলে ওভারহিটিং ইস্যু লক্ষ্য করা যেতে পারে। তাই, অযথাই ওভারহিটিং সমস্যা এড়াতে আপনি বাড়তি ব্যাক কেসটি খুলে দেখতে পারেন।


ব্যাটারি এবং চার্জার পরীক্ষা করে দেখুন
ব্যাটারি এবং চার্জারে কোন ত্রুটি থেকে থাকলে স্মার্টফোনে ওভারহিটিং ইস্যু দেখা দিতে পারে। তাই, সম্ভব হলে আপনার স্মার্টফোনের ব্যাটারি এবং চার্জারটিও পরীক্ষা করে দেখতে পারেন।

চাইলেই Over Heating বন্ধ করতে  আপনি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
নিচে কিছু  Over Heating সফটওয়্যার দেয়া হলো,

360 Smart Security 

Download -   

                        

                                   Du Battery Saver Pro

                                                    

Download -